ক্রীড়া ডেস্ক, এটিভ সংবাদ
মারাকানার ম্যাচের পর বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিলেন লিওনেল স্কালোনি। গুঞ্জন উঠেছিল আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে দ্বন্দ্ব পৌঁছেছিল চরমে। তার জেরে লিওনেল মেসিদের কোচের দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন। এবার সবকিছু থামিয়ে দিলেন তিনি। স্কালোনি কোথাও যাচ্ছেন না বলে জানা গেছে ।
দেশটির সাংবাদিক গ্যাস্টোন এদুলও সামাজিকমাধ্যমে জানান, অন্তত কোপা আমেরিকা পর্যন্ত দায়িত্বে থেকে যাচ্ছেন স্কালোনি। শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
এদিকে, স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কালোনি জানান, এটা বিদায়ের কথা ছিল না। এসব কথা এখন না ভাবার কথাই বলেছেন এবং ভবিষ্যতে কোচ হিসেবে চালিয়ে যাওয়ার কথাও জানালেন তিনি। তার ভাষ্য, আমি সবসময়ই বলে আসছিলাম সময়টা থেমে থাকার এবং চিন্তা করার। এটা বিদায়ের কথা ছিল না। শুধুমাত্র সেই মুহূর্তের প্রতিচ্ছবি ছিল। এখন আমাদের চালিয়ে যেতে হবে।
আর্জেন্টিনা দলে মেসি আর কত দিন খেলবেন এই প্রসঙ্গেও কথা বলেছেন স্কালোনি, অন্য কিছু ভাবার আগপর্যন্ত লিওনেল মেসি চালিয়ে যাবে।