হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা), এটিভি সংবাদ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ হত্যা দিবসের ১১তম বর্ষপুর্তি উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে তদন্ত কেন্দ্র চত্ত্বরে বুধবার পুলিশ পরিদর্শক মো. আব্দুল আজিজের সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বকক্তব্য রাখেন- ধ্রুব জ্যোতির্ময় গোপ, পুলিশ পরিদর্শক তদন্ত মিলন কুমার চ্যাটার্জী, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল জব্বার, আওয়ামীলীগ নেতা মো. মজনু হিরো প্রমূখ।
বক্তারা অবিলম্বে চার পুলিশ হত্যা মামলার আসামিদের বিচারের জোর দাবি জানান। এর আগে নিহত চার পুলিশ সদস্যের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ এবং সালাম প্রদান করা হয়। শেষে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে সাঈদী ভক্তদের নারকীয় তান্ডবে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ সদস্য নিহত হয়। নিহত চার পুলিশ সদস্য হলেন- তোজাম্মেল হোসেন, বাবলু মিয়া, হয়রত আলী ও খাজা নাজিম উদ্দিন (জিআরপি)।