atv sangbad

Blog Post

কুমিল্লার প্রথম নারী মেয়র হলেন সূচী

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ

কুমিল্লার প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন ডা. তাহসিন বাহার সূচী। শনিবার (৯ মার্চ) বেসরকারিভাবে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে তাহসীন বাহার সূচীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। বেসরকারি ফলাফলে তিনি মোট পেয়েছেন ৪৮৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক পেয়েছেন ২৬৮৯৭ ভোট।

কুমিল্লা সিটির ১০৫ কেন্দ্রের সর্বশেষ ফলাফল অনুযায়ী বাস প্রতীকে তাহসিন বাহার সূচী পেয়েছেন ৪৮৮৯০ ভোট, টেবিল ঘড়ি প্রতীকে মনিরুল হক পেয়েছেন ২৬৮৯৭ ভোট, ঘোড়া প্রতীকে মোহাম্মদ নিজাম উদ্দিন পেয়েছেন ১৩১৫৫ ভোট এবং হাতি প্রতীকে নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫১৭৩ ভোট।

বিজয়ী তাহসীন বাহার সূচি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এ বিজয় নগরবাসীর। এ সময় পরিকল্পিত, নিরাপদ ও স্মার্ট কুমিল্লা নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি সততার সাথে কাজ করার অঙ্গীকারও করেন নগরীর নতুন ও প্রথম এই নারী মেয়র।

কুমিল্লা সিটি নির্বাচনে ভোট প্রদানের হার ৩৮ শতাংশ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :