পাবনা প্রতিনিধি, এটিভি সংবাদ
জেলা পাবনার ঈশ্বরদী রেল ক্রসিংয়ে মালবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঢাকা-খুলনা রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন এলাকায় ঘটে এ দুর্ঘটনা। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
এ দুর্ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক হতে ৪-৫ ঘণ্টা লাগবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সূফী নূর মোহাম্মদ৷
তিনি জানান, ঈশ্বরদী রেলস্টেশনে তেলবাহী ট্যাংকার ও পাথরবাহী ওয়াগনের সঙ্গে এ সংঘর্ষ হয়েছে। পাথরবাহী ওয়াগনটি ভারতের। এটি ভারত থেকে পাথর নিয়ে বাংলাদেশে আসছিল।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী জানান, তেলবাহী ট্যাংকার সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঈশ্বরদী ইয়ার্ডেই আছে উদ্ধারকারী ক্রেন। ইতোমধ্যে উদ্ধারের জন্য তৎপরতা শুরু করছে। ক্রেন যেহেতু কাছেই, তাই ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেশী সময় লাগবে না।