atv sangbad

Blog Post

নওগাঁয় বাংলা মদ খেয়ে তিন কলেজ পড়ুয়া বন্ধুর মৃত্যু!

নওগাঁ প্রতিনিধি, এটিভি সংবাদ 

নওগাঁর মান্দায় বাংলা মদ খেয়ে তিন কলেজ পড়ুয়া বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ঈদের দিন বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

যারা মারা গেছেন তারা হলেন- উপজেলার প্রসাদপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের নেকবর আলীর ছেলে নিশাত (১৭), ভারশোঁ ইউনিয়নের পাকুরিয়া গ্রামের মো. আক্কাসের ছেলে শরিকুল ইসলাম পিন্টু (১৮) এবং একই গ্রামের আব্দুর রশিদের ছেলে আশিক (১৮)। তারা সবাই মান্দার উত্তরা কলেজের একাদশ শ্রেণির ছাত্র বলে জানা যায়।

স্থানীয়দের বরাত দিয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, বিকেলে পাকুরিয়া গ্রামে বন্ধুরা মিলে বাংলা মদ পান করে। পরে তিনজন অসুস্থ হয়ে পড়ে। এরপর রাত ৮টার দিকে নিশাত ও শরিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আর আশিক ঘটনাস্থলে মারা যায়।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত বাংলা মদ খাওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :