atv sangbad

Blog Post

ঢাকায় আসছেন কাতারের আমির, বদলে যাচ্ছে মিরপুরের সড়ক ও পার্কের নাম

এটিএম রাশেদুল এহসান, এটিভি সংবাদ 

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির বাংলাদেশ সফর উপলক্ষে তাঁর নামে রাজধানীর একটি সড়ক ও পার্কের নামকরণ করা হচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুরের কালশী এলাকার বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালসী উড়াল সেতু পর্যন্ত সড়কটি আমিরের নামে নামকরণ করা হবে।

আগামী মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল ৩টায় কাতারের আমিরের স্থাপনা দু’টির নামফলক উন্মোচনের কথা রয়েছে।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলেন, কাতার বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দুই দেশের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দুই দেশের মধ্যে বন্ধুত্বের এই সম্পর্ক এবং আমিরের এই সফরকে স্মরণীয় করে রাখতে তাঁর নামে এই পার্ক ও রাস্তার নামকরণ করা হচ্ছে।

এ সময় তুরস্কের জাতির পিতা কামাল আতাতুর্কের কথা উল্লেখ করে মেয়র বলেন, দুই দেশের বন্ধুত্বের নিদর্শন হিসেবে কামাল আতাতুর্কের নামে রাজধানীর বনানীতে একটি সড়ক রয়েছে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেও তুরস্কে একটি সড়কের নামকরণ করা হয়েছে।

উল্লেখ্য, আগামী সোমবার (২২ এপ্রিল) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :