atv sangbad

Blog Post

ঢাবি শিক্ষার্থীর বাবার ওপর হামলার বিচার চেয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, এটিভি সংবাদ 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বাবা সন্ত্রাসী হামলার শিকার হওয়ায় বিচার চেয়ে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়টির একদল শিক্ষার্থী।

সোমবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সুবর্ণচরের শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন করেন তারা। ওই শিক্ষার্থীর নাম নুর আলম লিটন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী, তাঁর বাড়ি নোয়াখালীর সুবর্ণচরে।

মানববন্ধনে ভুক্তভোগী শিক্ষার্থী লিটন জানান, গত ১২ এপ্রিল গভীর রাতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে সন্ত্রাসী হামলার শিকার হন তাঁর বাবা বশির আহমেদ। গত ১০ দিন ধরে তিনি আইসিইউতে আছেন। কিন্তু স্থানীয় প্রশাসন হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আরমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ঢাবি শিক্ষার্থী লিটনের বোন মুর্শেদা আক্তার কাকলি, দৈনিক কালবেলার সাংবাদিক ইউসুফ আরেফিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আরমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের জ্যেষ্ঠ প্রশাসক আকবর আলী প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :