ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ
নিউজিল্যান্ডের হয়ে ২০১৪ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন কোরি অ্যান্ডারসন। এরপর নিজের দেশের ক্রিকেট থেকে অবসর নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে যোগ দেন এই কিউই ব্যাটার। সেই অ্যান্ডারসনকে নিয়েই আগামী ১ জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
৩৩ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার কোরি যুক্তরাষ্ট্রের জার্সিতে দুটি টি-টোয়েন্টি খেলেছেন। কানাডার বিপক্ষে গত এপ্রিলে দুই ম্যাচে একটি হাফ সেঞ্চুরিও আছে তার। আসন্ন বিশ্বকাপের দলে তার অন্তর্ভুক্তি নিশ্চিতভাবে যুক্তরাষ্ট্রের আত্মবিশ্বাস বাড়াবে।
যুক্তরাষ্ট্রের দলটিকে নেতৃত্ব দিবেন ৩১ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান মোনাঙ্ক প্যাটেল। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফিরে দলে জায়গা পেয়েছেন পেসার আলি খান। এছাড়া আছেন যুক্তরাষ্ট্রের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা সৌরভ নেত্রভালকার, অ্যারন জোন্স ও দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী উদ্বোধনী ব্যাটসম্যান স্টিভেন টেলর। কানাডার বিপক্ষের সিরিজে অভিষেক হওয়া অফ স্পিনার মিলিন্দ কুমারও জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলে।
আগামী ১ জুন ডালাসে কানাডার বিপক্ষেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াড: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স (সহঅধিনায়ক), আন্দ্রেস গাউস, কোরি অ্যান্ডারসন, আলী খান, হারমিত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, নিতিশ কুমার, নশতুশ কেনজিগে, সৌরভ নেত্রভালকার, শ্যাডলি ফন শ্যালকিক, স্টিভেন টেলর, শায়ান জাহাঙ্গীর।