দিনাজপুর প্রতিনিধি, ,এটিভি সংবাদ :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের প্রতিনিধিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।গত বুধবার (১৫মে) রাত ৮টার দিকে উপজেলা মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ বাজারে আমিনুল ইসলামের (ঘোড়া মার্কার) অফিসে মরিচ বাতি দিয়ে সাজানোর কারণে জরিমানা করা হয়।নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের দায়িত্বে থাকা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট রাজকুমার বিশ্বাস এ জরিমানা করেন। তিনি জানান, ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের কর্মী সমর্থকেরা অফিসে মরিচ বাতি দিয়ে আলোকসজ্জা করায় নির্বাচনি প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিক এসে বন্ধ করা হয়েছে।
পরে চেয়ারম্যান প্রার্থী সমর্থক মরিচা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে অজিবুল ইসলাম(৪৫) কে মোবাইল কোর্টের মাধ্যমে
উপজেলা পরিষদ নির্বাচনি আচরণবিধি মালা ২০১৬ এর ধারা ১৬ (খ) লঙ্গন ধারা ৩২ এর ১ অনুসারে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি জানান,কেউই আইনের ঊর্ধ্বে নয়। যারাই নির্বাচনি প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না।