প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শনিবার (১৮ মে) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আনন্দ শোভাযাত্রা শেষে তিনি এসব কথা বলেন।
নাছিম বলেন, ‘দেশব্যাপী সভা সমাবেশের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের আদর্শের মানুষ ও মুজিব আদর্শের মানুষের পাশাপাশি দলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করেছেন শেখ হাসিনা।’
তিনি আরও বলেন, সামরিক শাসক, অগণতান্ত্রিক শাসক, স্বৈরশাসক, একাত্তরের ঘাতক এবং যুদ্ধাপরাধীদের নিয়ে বাংলাদেশকে পাকিস্তান বানানোর জন্য জিয়াউর রহমান যে ষড়যন্ত্র করেছিলেন; সেখান থেকে দেশের গণতন্ত্র উদ্ধার ও দেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন শেখ হাসিনা।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘তারই ধারাবাহিকতায় শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। সব চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবিলা করেই বাংলাদেশ এগিয়ে যাবে।’
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হওয়া এ শোভাযাত্রায় স্বেচ্ছাসেবক লীগের পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে গিয়ে এ শোভাযাত্রা শেষ হয়।