ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ :
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই শক্তির বিচারে পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ। তাই বৈশ্বিক এই আসর শুরুর আগে কিছুটা পিছিয়ে টাইগাররা। তবে যেকোনো দলকে হারানোর দক্ষতা বাংলাদেশের আছে বলে মনে করেন পেসার তানজিম হাসান সাকিব।
বিশ্বকাপকে কেন্দ্র করে দলে থাকা ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৩০ মে) তানজিম সাকিবের সাক্ষাৎকার প্রকাশ করেছে বিসিবি। সেখানে তিনি বলেন, ‘আমাদের দল নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী। মানসিকভাবেও আমাদের দল প্রস্তুত। আমরা চাইলে যেকোনো দলকে হারাতে পারি। আমাদের ১১ জন যদি মাঠে সেরাটা দিতে পারে, তাহলে কোনো দল আমাদের সামনে ব্যাপার না ইনশাআল্লাহ। আমরা যেকোনো দলকে হারানোর মত দক্ষতা রাখি।’
শৈশব থেকেই ইচ্ছে ছিল বিশ্বকাপ খেলার, প্রথমবারের মতন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পেরে উচ্ছ্বসিত তরুণ এই পেসার। তানজিম সাকিব আরও বলেন, ‘প্রত্যেকটা খেলোয়াড়েরই একটা স্বপ্ন থাকে নিজের দেশের হয়ে ওয়ার্ল্ড ক্রিকেটে নিজের দেশকে প্রতিনিধিত্ব করবে। ওয়ার্ল্ডকাপ স্কোয়াডে আমি আছি এটা অবশ্যই একটা স্বপ্নের মতো।’
বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে আধিপত্য দেখাতে চান সাকিব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যখন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলি, তখন থেকেই লক্ষ্য ছিল আন্তর্জাতিক ক্রিকেটে খেলব। আমার আত্মবিশ্বাস কখনোই কম ছিল না। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে সেভাবেই তৈরি করেছি। আমার লক্ষ্যই ছিল ওয়ার্ল্ডকাপে গিয়ে নিজের আধিপত্য দেখানো।’