ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ :
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। রেকর্ড ১৪ বার শিরোপা জিতেছে লস ব্লাঙ্কোরা। এবার ১৫তম শিরোপা জয়ের হাতছানি কার্লো আনচেলত্তির শিষ্যদের সামনে। শনিবার (১ জুন) চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে রিয়াল।
ফাইনালের আগে কোনো চাপ অনুভব করছেন না রিয়ালের ডিফেন্ডার অ্যান্টোনি রুডিগার। এমনকি রিয়ালকে ভাগ্যবান মানতেও নারাজ এই জার্মান ডিফেন্ডার। ফাইনালের আগে ‘এল মুন্ডো’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কেউ যদি ১৪ বার চ্যাম্পিয়ন হয়, তখন আপনি ভাগ্যের কথা বলতে পারেন না। রাস্তাঘাটে মানুষের মুখে এখন একটাই কথা, ১৫তম ট্রফিটা হয়ে যাক। এটাই রিয়ালের ডিএনএ। জেতা, জিততে থাকা। আমি যখন এই ক্লাবে সই করি, আমি অনুভব করছিলাম যে এই ক্লাবটা শুধু জিততেই চায়। আমার কাছে জীবনের মানেও জিততে থাকা।’
ফাইনালের আগে কোনো ভয় নেই উল্লেখ করে রুডিগার আরও বলেন, ‘ফাইনাল নিয়ে ভয়? ভয় তো শুধু স্রষ্টার জন্য। দিন শেষে আমরা সবাই মানুষ, আর একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে ভয় পাওয়ার কিছু নেই। আমি একজন মুসলিম। প্রবল বিশ্বাসী মানুষ। সুতরাং, ভয় করি শুধু স্রষ্টাকে, যিনি সবকিছুই সৃষ্টি করেছেন।’