ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ :
যুক্তরাষ্ট্রের মাটিতে সিরিজ হারের পর পর্যাপ্ত অনুশীলনের সুবিধা না থাকার বিষয়টি জানিয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার একই সমস্যা মনে হয়েছে ভারতীয় দলেরও। তবে শুধু অনুশীলন সুবিধা নয়, ভারতের সমস্যা যুক্তরাষ্ট্রের খাবার নিয়েও। বিশ্বকাপের আগে আয়োজক দেশটির সাদামাটা আয়োজনে বেশ অসন্তুষ্ট ভারত।
বিশ্বকাপের অনেক আগেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেখানে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে রোহিত শর্মার দল। শনিবার (১ জুন) বাংলাদেশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে দলটি। সেই ম্যাচের আগে খাবার ও অনুশীলন সুবিধার অপর্যাপ্ততা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ভারত।
দলীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভারতের জন্য যুক্তরাষ্ট্রের যে অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে, তাতে মোটেও সন্তুষ্ট নন অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়।
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে ম্যাচ ভেন্যু নিউইয়র্কের নাসাউয়ের অদূরে ক্যান্টিয়াগ পার্কে বুধবার থেকে অনুশীলন করছে ভারতীয় দল। প্রথম দিনের অনুশীলনে ছয়টি ড্রপ-ইন পিচের মধ্যে তিনটিতে নেট সেশন করেছেন ব্যাটাররা। অনুশীলন শেষে সুবিধা অপর্যাপ্ততা নিয়ে উদ্বেগ জানিয়েছেন ভারতের কোচ দ্রাবিড়, সূত্রের থেকে পাওয়া সেই সংবাদ জানিয়েছে ভারতের একটি সংবাদমাধ্যম।
সূত্র জানাচ্ছে, পিচ থেকে শুরু করে মাঠের অন্যান্য সুযোগ–সুবিধা অস্থায়ী হওয়ায় উদ্বেগ জানিয়েছে ভারতীয় টিম। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম আইসিসির সঙ্গে কথা বললে তারা বিষয়টি সম্পর্ক কিছুই জানে না বলে জানিয়েছে। আইসিসির এক মুখপাত্র জানিয়েছেন, ‘ক্যান্টিয়াগ পার্কের অনুশীলন সুবিধা নিয়ে কোনো দল অভিযোগ বা উদ্বেগ প্রকাশ করেনি।’
খাবারের বিষয়েও ভারতীয় দলের অভিযোগ রয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, অনুশীলন ভেন্যুতে নাকি পর্যাপ্ত খাবারের ব্যবস্থা ছিল না। খোদ বিসিসিআইয়ের পক্ষ থেকে নাকি এ ব্যাপারে উদ্বেগ জানানো হয়েছে।
তবে ভারত চাইলেও এখন অন্য কোথাও যেতে পারবে না। বিশ্বকাপে দলটির প্রথম তিন ম্যাচ নাসাউয়ে। আর নাসাউয়ে ইন্টারন্যাশনাল কাউন্টি গ্রাউন্ডে অনুশীলনের সুযোগ না থাকায় ক্যান্টিয়াগ পার্কই তাদের ভরসা। তাই পর্যাপ্ত সুবিধা না থাকলেও এই মাঠেই অনুশীলন করতে হবে দলটিকে।