নিউজ ডেস্ক, এটিভি সংবাদ :
জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ব্যয়ের হিসাব নিয়ে ভুল বোঝাবুঝির অবসান করতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে কৃষক শ্রমিক জনতা লীগের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (১১ জুন) সকালে নির্বাচন কমিশনে হাজির হন বঙ্গবীর কাদের সিদ্দিকীর এ দলের প্রতিনিধিরা।
বৈঠকের পর কাদের সিদ্দিকী সাংবাদিকদের জানান, তার দল নির্বাচনে দলীয়ভাবে কোনো ব্যয় করেনি। তাই হিসাব দেয়ার প্রয়োজন মনে করেনি কৃষক শ্রমিক জনতা লীগ। এ বিষয়ে কমিশনকে সন্তুষ্টিমূলক জবাব দেয়ায় দলটির নিবন্ধন বহাল রেখেছে ইসি।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া ২৮টি রাজনৈতিক দলের মধ্যে সঠিক সময়ে ব্যয়ের হিসাব জমা দিয়েছিল আওয়ামী লীগসহ ২৫টি দল। এ বিষয়ে সাড়া মেলেনি কৃষক শ্রমিক জনতা লীগ ছাড়াও আরও দুটি দলের। এ নিয়ে দলগুলোকে এ হিসাব জমা দিতে ১৫ দিন অতিরিক্ত সময় দেয়া ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা করে ইসি।
পরে জরিমানাসহ অন্য দুদল ব্যয়ের হিসাব দিলেও ইসির ডাকে তখনো সাড়া দেয়নি কাদের সিদ্দিকীর দল। ব্যয়ের হিসাব জমা না দিলে দলটির নিবন্ধন বাতিল হবে বলেও জানিয়েছিল ইসি।