https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ কোপার আগে যে বিশেষ বার্তা দিলেন লিওনেল মেসি কোপার আগে যে বিশেষ বার্তা দিলেন লিওনেল মেসি – atv sangbad
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন

কোপার আগে যে বিশেষ বার্তা দিলেন লিওনেল মেসি

রিপোর্টার নাম / ৫৩ Time View
Update : শনিবার, ১৫ জুন, ২০২৪, ৯:১০ অপরাহ্ন

ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ 

কদিন পরেই মাঠে গড়াবে কোপা আমেরিকা। মহাদেশীয় এ টুর্নামেন্টের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আজ ভোরে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। গুয়াতেমালার বিপক্ষে এই ম্যাচ দিয়েই আবার বিশ্ব চ্যাম্পিয়নদের শুরুর একাদশে ফিরেছেন লিওনেল মেসি। আর মূল একাদশে ফিরেই কোপার আগে অন্য প্রতিপক্ষগুলোকে কড়া বার্তা দিয়ে রাখলেন তিনি।

বিশ্বকাপের আগে মূল একাদশে ফিরেই জোড়া গোলের দেখা পেয়েছেন মেসি। একই সঙ্গে জোড়া গোল করেছেন লাওতারো মার্টিনেজও। এ দু’জনের দুর্দান্ত পারফর্ম্যান্সে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

তাতে কোপা আমেরিকার আগে মেসি যে ভালোভাবেই প্রস্তুত সেটা বোঝা গিয়েছে এই ম্যাচে। গুয়াতেমালার বিপক্ষে ম্যাচ শেষে নিজের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন মেসি।

দলের জয়ে দুই গোল করে অবদান রাখার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি পোস্ট করেন মেসি। পোস্টের ক্যাপশনে এই তারকা লিখেছেন, ‘সবাই ঐক্যবদ্ধ।’

এছাড়া ম্যাচ শেষেও গণমাধ্যমে কথা বলেছেন মেসি। তিনি বলেন, ‘এই দল প্রতিটি অনুশীলনে সেই একই রকম আকাঙ্ক্ষা নিয়ে নিজেদের উজাড় করে দিচ্ছে। প্রতিবার মাঠে নামার আগে যা বলি, সেটাই বলব, আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করব। লক্ষ্য অর্জনের জন্য আমরা চেষ্টা করে যাব।’

এদিকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর এটাও মনে করে দিলেন, শিরোপা ধরে রাখার কাজটা যে সহজ হবে না। মেসি বলেন, ‘কাজটা সামনে আরও কঠিন হবে। কোনো কিছুই সহজ হবে না। ম্যাচগুলো প্রতিনিয়ত আরও বেশি কঠিন হবে। জয় পাওয়া জটিল হয়ে উঠবে, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাব।’

আগামী ২১ জুলাই পর্দা উঠবে ২০২৪ কোপা আমেরিকার। আসরের শুরুর ম্যাচেই কানাডার বিপক্ষে মাঠে নামবে মেসি-ডি মারিয়ারা। এরপর ২৬ জুন চিলির বিপক্ষে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩০ জুন পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ