নিউজ ডেস্ক, এটিভি সংবাদ
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে বেকারত্ব দূর করা ও ব্যবসায় উদ্বুদ্ধ করতে যুবকদের ১০ লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ দেওয়ার ব্যবস্থা করবে। সুদ মুক্ত ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করবে।
দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ব্যবসায়ী সমাবেশে এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশসেরা ইসলামী ব্যাংককে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। পরবর্তীতে এক-এক করে দেশের সব ব্যাংকের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। ভেঙে পড়া অর্থনীতিকে সচল করতে জামায়াত প্রস্তুত।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের এ সমাবেশে ডা. তাহের বলেন, ছাত্র-জনতার বিপ্লব চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে হবে ব্যবসায়ীদের।
মহানগর দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সমাবেশে এফবিসিসিআই’র পরিচালক এনায়েতসহ কয়েকজন ব্যবসায়ী নেতা অংশ নেন।