https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ পাবনায় অনুষ্ঠিত হলো কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পাবনায় অনুষ্ঠিত হলো কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান – atv sangbad
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন

পাবনায় অনুষ্ঠিত হলো কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোহাম্মদ মাসুম, এটিভি সংবাদ / ৬৩ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৮:৩৭ অপরাহ্ন

মোহাম্মদ মাসুম, এটিভি সংবাদ 

পাবনার সাথিয়ায় এক মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (৯ নভেম্বর) অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মজিদ মাহমুদ, কবি প্রাবান্ধক ও গবেষক। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. জাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, সাঁথিয়া, পাবনা।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আশরাফ পিন্টু লেখক ও গবেষক।

উল্লেখিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডক্টর মো. আব্দুর রউফ লেখক ও গবেষক। বিশেষ অতিথি হিসেবে যারা ছিলেন তারা হলেন, মোহাম্মদ সালাউদ্দিন খান পিপিএম, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও মামলা ও তথ্য বিষয়ক প্রধান সমন্বয়ক কেন্দ্রীয় বিএনপি। কে এম মাহবুব মোর্শেদ জোতি, সাবেক সভাপতি উপজেলা বিএনপি, সাথিয়া, পাবনা। মোহাম্মদ সেরাজুল ইসলাম বন্দে, আহ্বায়ক, পৌর বিএনপি, সাথিয়া, পাবনা।

অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিত্ব মতিয়ারা মুক্তা, চেয়ারম্যান মাটির মা ফাউন্ডেশন, ঘাটাইল, টাঙ্গাইল।

আরো গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, আহমিনা ঋতু, একাধারে কবি ও মাটির মা লাইব্রেরি পরিচালক, মাটির মা ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক টিম লিডার, জাঙ্গালিয়া, ঘাটাইল, টাঙ্গাইল। মাওলানা মো. মোখলেছুর রহমান, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলাম, সাথিয়া ও সাবেক উপজেলা চেয়ারম্যান, সাথিয়া উপজেলা পরিষদ, পাবনা। অধ্যাপক মো. আনিসুর রহমান, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলাম, সাথিয়া পাবনা। মাওলানা আব্দুল মালেক
সাবেক অধ্যক্ষ, মহিলা ডিগ্রী কলেজ, সাথিয়া পাবনা। হাফেজ মাওলানা আব্দুল গফুর, আমির বাংলাদেশ জামায়াতে ইসলাম, সাথিয়া পৌর শাখা পাবনা। সহকারি অধ্যাপক আব্দুল হাই, সভাপতি, সাহিত্য সংস্কৃতি ও আবৃত্তি সংসদ, সাথিয়া, পাবনা।

অনুষ্ঠানের আয়োজনে ছিলেন সাহিত্য সংস্কৃতি ও আবৃত্তি সংসদ সাথিয়া পাবনা। উপস্থাপনা ও অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সকলের প্রিয়মুখ মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ