https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ টাঙ্গাইলে যুবলীগের নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব টাঙ্গাইলে যুবলীগের নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব – atv sangbad
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন

টাঙ্গাইলে যুবলীগের নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব

মোহাম্মদ মাসুম, এটিভি সংবাদ / ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১১:১৬ অপরাহ্ন

মোহাম্মদ মাসুম, এটিভি সংবাদ 

টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মামুন সিকদারসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)। তারা বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতার মামলায় অভিযুক্ত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) র‌্যাব-১৪ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। গ্রেফতারকৃত তিনজনের মধ্যে মামুন সিকদার (৪১), মমিতুল ইসলাম প্রমি (৩০) এবং সাব্বিরের (২৬) নাম উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সবাই টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা যায়। মামুন সিকদার টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের বীরপুশিয়া গ্রামের ফজল সিকদারের ছেলে। মমিতুল ইসলাম প্রমি এবং সাব্বির যথাক্রমে বাহেজ উদ্দিন ও দেলোয়ার হোসেনের ছেলে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট টাঙ্গাইল শহরের বটতলায় বৈষম্যবিরোধী আন্দোলনে দুর্বৃত্তরা ছাত্র-জনতার উপর হামলা চালায়। হামলায় মিছিলে অংশগ্রহণকারী লতিফ মিয়া গুরুতর আহত হন। ওই ঘটনায় ১৩ নভেম্বর লতিফ মিয়া টাঙ্গাইল সদর থানায় একটি নাশকতার মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর র‌্যাব-১৪ এর সিপিপি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি টিম বুধবার রাতে সদর উপজেলার ধুলুটিয়া বাজারে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় আরও তদন্ত চলছে, এবং জিজ্ঞাসাবাদের জন্য অন্যান্য সন্দেহভাজনদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

ডিএম/এটিভি/১৪/জেড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ