https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ গোলাগুলির ঘটনায় সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা গোলাগুলির ঘটনায় সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা – atv sangbad
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন

গোলাগুলির ঘটনায় সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা

রাঙ্গামাটি প্রতিনিধি, এটিভি সংবাদ / ৪০ Time View
Update : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ১:০২ অপরাহ্ন

রাঙ্গামাটি প্রতিনিধি, এটিভি সংবাদ 

সাজেকে দুই আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলির ঘটনায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন। নিরাপত্তার জন্য আজ বুধবার (৪ ডিসেম্বর) একদিনের জন্য ভ্রমণ বন্ধ রাখা হয়েছে। বর্তমানে সাজেকে প্রায় ৫ শতাধিক পর্যটক অবস্থান করছেন।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

খাগড়াছড়ির জীপগাড়ির লাইন ম্যান মো. ইয়াছিন আরাফত জানান, সকালে খাগড়াছড়ি থেকে ২৫-৩০টি গাড়ি সাজেক গিয়েছিল, যাতে প্রায় ৪ শতাধিক পর্যটক ছিলেন। তিনি আরও জানান, দুই আঞ্চলিক দলের মধ্যে গত কয়েকদিন ধরে গোলাগুলির ঘটনা ঘটছে। তাই পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে বিকালে কোনো পর্যটকবাহী গাড়ি সাজেক থেকে খাগড়াছড়ি ফিরেনি।

সাজেক রিসোর্ট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, সাজেক ও মাচালংয়ের ৭নং ওয়ার্ডের শীপপাড়া এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটেছে, যা পর্যটন কেন্দ্র থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। গোলাগুলির কারণে বিকাল পর্যন্ত প্রায় ১০টি পর্যটকবাহী গাড়ি সাজেক ছাড়েনি। রাতের দিকে প্রায় ৫ শতাধিক পর্যটক সাজেকে অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত কয়েকদিন ধরে সাজেক ও মাচালং এলাকায় সন্তু লারমা জেএসএস ও প্রসীত গ্রুপ ইপিডিএফ দুই আঞ্চলিক দলের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটছে। তবে এখনও হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানিয়েছেন, দুই আঞ্চলিক দলের গোলাগুলির ঘটনায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার একদিনের জন্য সাজেকে পর্যটক ভ্রমণে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যারা বর্তমানে সাজেকে আছেন, তাদের নিরাপদে ফিরিয়ে আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ