মোহাম্মদ মাসুম, এটিভি সংবাদ
জাতীয় ঐক্যের উদ্যোগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, ‘ঐক্য করতে গিয়ে আবার যদি নতুন করে বাকশাল করে ফেলি, তাহলে সেই ঐক্যে কাজ হবে না।
বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক ফারাক্কা কমিটির (আইএফসি) নেতা আতিকুর রহমান সালুর স্মরণে কমিটি এ আয়োজন করে।
অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলছে উল্লেখ করে মঈন খান বলেন, খুব ভালো কথা, সংস্কার তো লাগবেই। যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা নিজেদের সংস্কার করি, তাহলে এই সরকার যত সংস্কার কমিশন ও সংস্কারই করুক না কেন, কোনো লাভ হবে না। কারণ আজকের রাজনীতির চ্যালেঞ্জ আমাদের প্রত্যেককে নিজেদের নিজেকে সংস্কার করা। আমাদের জনগণের সেবক হয়ে রাজনীতি করতে হবে।
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্য অবশ্যই প্রয়োজনীয় মন্তব্য করে তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হাজার হাজার জীবনের বিনিময়ে স্বৈরাচারকে দেশ থেকে হটানো হয়েছে। কিন্তু তার অর্থ এটা নয় যে, দেশে গণতন্ত্র ফেরত এসেছে। এই সত্যকে আমাদের উপলব্ধি করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আইএফসির সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন আহমেদ, চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান, সমন্বয়ক মোস্তফা কামাল মজুমদার, সাবেক এমপি জহির উদ্দিন স্বপন প্রমুখ।