আল-আমিন সরকার, পূবাইল (গাজীপুর), এটিভি সংবাদ
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্টো থানার ৪১ নং ওয়ার্ডের বসুগাঁও প্রবীন অধিকার সুরক্ষা, কল্যান ও সংহতি সংগঠন (রিক) এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পাঁচশত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল, পোলাও চাল, ডাল, চিনি, সেমাই, গুড়ো দুধ, আলু, তেল ও লবনসহ বিভিন্ন খাদ্য সামগ্রী।
বীর মুক্তিযোদ্ধা মো. জামির পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক সদস্য রাজিবুল হাসান রাজিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগরীর ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, মো. আশরাফুল আলম। মো. সোহাগ হাওলাদার, এরিয়া ম্যানেজার-রিক, হাফেজ মো. এবাদুর রহমান, বেলায়েত হোসেন মোল্লা সাবেক সাধারণ সম্পাদক পূবাইল ইউনিয়ন ছাত্রলীগ, খলিলুর রহমান, আবুল কালাম ৪১ নং ওয়ার্ড যুবলীগ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী কামরুজ্জামান প্রমুখ।