টাঙ্গাইল থেকে ছানোয়ার হোসেন, এটিভি সংবাদ
ঢাকা-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাসে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। মৃত দুইজন সম্পর্কে খালা-ভাগ্নি। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাটোরের নলডাঙ্গা উপজেলার কাঠুয়াজানি গ্রামের পোশাক শ্রমিক মৌসুমি আক্তার (৩৫) ও জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার টেংকিমারী গ্রামের রেজাউল করিমের মেয়ে রিয়া মনি (৫)। দুর্ঘটনায় আহত দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ২টার দিকে মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাসে যাত্রীবাহী একটি বাস সিএনজিচালিত অটোরিক্সাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. নবীন জানান, নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।