সিরাজগঞ্জ প্রতিনিধি, এটিভি সংবাদ
সিরাজগঞ্জ রোড এলাকায় খান আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ২ জন দেহ ব্যবসায়ী নারী, ১ জন পুরুষসহ হোটেল ম্যানেজারকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে সলঙ্গা থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে পুলিশের অভিযানে আটককৃতরা হলেন, খান আবাসিক হোটেলের ম্যারেজার, সলঙ্গা থানার চড়িয়া কালিমাতা পাড়ার নুরুল আলমের পুত্র সোহেল রানা (৩৫), শাহজাদপুর উপজেলার গাড়াদহ গ্রামের নাছির উদ্দিনের মেয়ে মেঘলা খাতুন (১৮) একই উপজেলার কয়েমকোলা গ্রামের আহের আলীর পুত্র রিপন (২২) ও সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি গ্রামের মানিক শেখ এর মেয়ে মিথিলা (২২)।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, অসামাজিক কার্যকলাপে লিপ্ত রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হোটেলে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।