পূবাইল থেকে আল-আমিন সরকার, এটিভি সংবাদ
গাজীপুর মহানগরীর পূবাইল মিরের বাজারে ট্রাফিক বিভাগের বিশেষ অভিযান পরিচালনায় গত তিনদিনে মিরের বাজারের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।
গাজীপুর মেট্টো পলিটন পুলিশের পুলিশ কমিশনার মিয়া নজরুল ইসলাম এর নির্দেশক্রমে, মোটর সাইকেল চালকের হেলম্যাট, লাইসেন্স ও গাড়ীর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করার লক্ষে এবং দুর্ঘটনারোধে জনমনে সচেতনতা বৃদ্ধি এ অভিযানের মূল লক্ষ্য।
গত শুক্রবার (১৯ আগস্ট) থেকে আজ সোমবার বিকেল পর্যন্ত পূবাইল স্টেশন ও মীরের বাজার, মাজুখান বাজারসহ মোট তিনটি পয়েন্টে বিশেষ চেকপোস্ট বসিয়ে বিশেষভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ফিটনেস বিহীন গাড়ি, মেয়াদোত্তীর্ণ কাগজপত্র, অবৈধ পার্কিং, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, নির্দিষ্ট লেন মেনে গাড়ি না চালানোসহ ট্রাফিক আইনের বিভিন্ন ধারা ভঙ্গ করায় এসব মামলা ও জরিমানা হয়েছে।
এ অভিযানে পূবাইল ট্রাফিক পুলিশের প্রধান (টিআই) সাইফুল ইসলাম জানান, গত তিন দিনে মোট ২৩টি মোটর সাইকেল, ৩টি মিনি ট্রাক ও ১টি বাসকে আইনের আওতায় এনে মোট ৩১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় এসআই রাশেদ, রহুল আমীন, এরশাদসহ এ অভিযানে সহায়তা প্রদান করেন।
গাজীপুর ট্রাফিক বিভাগের এ উদ্যোগের সাধুবাদ জানিয়েছে, এটিভি সংবাদের সম্পাদক এস এম জামান।