ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, এটিভি সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় ৭২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ভৈরব র্যাব। শুত্রুবার (২৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে সদর উপজেলার সুলতানপুর বিএম অটোগ্যাস ফিলিং ষ্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এতথ্য জানান।
আটককৃত ব্যক্তির নাম সাগর মিয়া (২৭)। তার বাড়ি জেলার কসবা উপজেলার কালামুড়িয়া গ্রামে।
র্যাব অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিএম অটোগ্যাস ফিলিং ষ্টেশনের সামনে সিলেট-কুমিল্লা সড়কে অভিযান চালায় র্যাব। এ সময় একটি সিএনজিতে তল্লাশি চালানো হললে ৭২ কেজি গাজা উদ্ধার হয়। একই সঙ্গে আটক করা হয় সাগর মিয়াকে।
র্যাব জানায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে দেশের বিভিন্ন স্থানে গাজা সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।