আশুলিয়া প্রতিনিধি, এটিভি সংবাদ
রাজধানীর আশুলিয়া থেকে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, চাকু ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন মো. আরমান হোসেন (২৪) ও মো. রোহান ইসলাম (২০)।
রোববার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার ফারজানা হক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে রাজধানীর আশুলিয়া থেকে অস্ত্রধারী সন্ত্রাসী আরমান হোসেন ও রোহান ইসলামকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। এসময় আরমান হোসেনের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অন্য আসামি রোহান ইসলামের কাছ থেকে একটি চাকু, মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে রাজধানীর আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় জনসাধারণকে ভয়ভীতি প্রদর্শন করে ছিনতাই, চাঁদাবাজি, জমি দখল ও সস্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গ্রেফতাররা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় র্যাব।