https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি - atv sangbad রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি - atv sangbad
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি

রিপোর্টার নাম / ৬৯ Time View
Update : বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ১২:৪৪ অপরাহ্ন

সৈকত মনি, এটিভি সংবাদ 

দুই দিন আগেও দেশের বিভিন্ন স্থানে মৃদু দাবদাহ বয়ে গেছে। এ সময় বৃষ্টি না আসায় এমন দাবদাহ—আবহাওয়াবিদেরা এমনটাই বলেছিলেন। চারদিকে ধুলোর রাজত্ব, এর মধ্যে গরম। বৃষ্টি তাই কাঙ্ক্ষিত ছিল।

বিশেষ করে রাজধানীতে বৃষ্টি হওয়াটাই ছিল জরুরী। আজ বুধবার সকালে থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মেঘলা আকাশ থেকে যে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে, তাতে নগরবাসীসহ বিভিন্ন অঞ্চলের মানুষের মন না ভরলেও কিছুটা স্বস্তির আশ্বাস পেয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, আজ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টি হবে। তবে রাজধানীতে আংশিক মেঘলা থাকবে তবে এটা দীর্ঘস্থায়ী হবে না।

গতকাল (১৪ মার্চ) মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির মিডিয়াকে বলেন, রাজধানীতে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। এ বৃষ্টি অনেক আগেই কাঙ্ক্ষিত ছিল। কিন্তু হলো অনেক পরে। আজ খুলনা থেকে সিলেট—এ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে।

আবহাওয়া অফিস বলছে, এখন প্রাক্‌–মৌসুমি বায়ুর সময়। তাই এ সময় সামান্য বৃষ্টি হতে পারে। আজ রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকবে; আবার রোদও দেখা যাবে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৭২ শতাংশ। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙামাটিতে, ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ১৬ ডিগ্রি সেলসিয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ