atv sangbad

Blog Post

ফরিদপুরে ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি, এটিভি সংবাদ 

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের ব্যবসায়ী নেতা‌দের সাথে মতবিনিময় সভা করেছে জেলা আইন শৃঙ্খলা বাহিনী। আজ মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১১ টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন ক‌ক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছি‌লেন পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম-সেবা। প্রধান অতিথি সকল ব্যবসায়ীকে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরে সজাগ থাকার নির্দেশ দেন।

পুলিশ সুপার বলেন, পবিত্র মাহে রমজান ও ঈদের আগের সময়গুলোতে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে যায়। তাই অপরাধ কমাতে সকল হাট-বাজার ও দোকানগুলোতে সিসি ক্যামেরার ব্যবহারের তাগিদ দেন পুলিশ সুপার।

তিনি আরো বলেন, বাজারের পণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ী নেতা‌দের এগিয়ে আসতে হবে। গুজব ছড়িয়ে দাম বাড়ানোর মতো অসৎ কাজও আপনাদের প্রতিহত করতে হবে। তাহলে, পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে।

সভায় অন‌্যদের ম‌ধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :