বান্দবারবান, এটিভি সংবাদ
কনকনে শীতে কাপছে মানুষ, বিপর্যস্ত জনজীবন। তাদের পাশে দাঁড়াতে বান্দরবানে অসহায় শীতার্ত শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (২১ জানুয়ারি) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের পক্ষ সদর উপজেলার হাফেজঘোনা এলাকার শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।
বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার সৈকত শাহীন উপস্থিত থেকে শীতবস্ত্রগুলো বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ শাহআলম, সহকারী পুলিশ সুপার (রুমা সার্কেল) মোঃ জুনায়েদ জাহেদী ও সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোঃ আমজাদ হোসেন।