মোঃ শামছুল হক, শেরপুর, এটিভি সংবাদ
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের ভাটি লংগর পাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যের হাতে সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অটোচালক জামানক মিয়াকে ১০ হাজার টাকা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশরফ হোসেন।
উল্লেখ্য, অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে গত শনিবার দিবাগত রাত ৪ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে অটোচালক জামানের গোয়াল ঘর ২টি গরু, ৬টি ছাগল পুড়ে যায়।