atv sangbad

Blog Post

atv sangbad > বিনোদন মিডিয়া > পায়ের নিচে মাটি দিয়ে অনন্ত জলিলের উচ্চতা বাড়ানোর চেষ্টা!

পায়ের নিচে মাটি দিয়ে অনন্ত জলিলের উচ্চতা বাড়ানোর চেষ্টা!

অনলাইন ডেস্ক: সম্প্রতি বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন নিয়ে নির্মিতব্য সিনেমা ‘অপারেশন জ্যাকপট’-এর একটি শুটিংয়ের ছবি ভাইরাল হয়েছে। ছবিতে পায়ের নিচে মাটি দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ঢাকাই সিনেমার প্রযোজক ও আলোচিত অভিনেতা অনন্ত জলিল।

‘অপারেশন জ্যাকপট’ ছবির শুটিংয়ের সে ছবিতে অনন্ত জলিলের পরনে সাদা স্যান্ডো গেঞ্জি, শর্ট প্যান্ট। এসময় তিনি আকাশের দিকে তাকিয়ে ট্রেনিং নিচ্ছেন।

তার সঙ্গে আরও ছিলেন অভিনেতা ইমন, জনসহ আরও অনেকেই। তবে অন্য অভিনেতাদের সঙ্গে উচ্চতা মিল করতে অনন্ত জলিলকে দেখা গিয়েছে পায়ের নিচে মাটি দিয়ে দাঁড়িয়ে থাকতে।

গেল বছরে ছবিটির প্রথম লটের শুটিং শুরু হয় এফডিসিতে। ছবিটি পরিচালনা করবেন বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার। প্রথম লটের শুটিং শেষে গাজীপুরের বিভিন্ন স্পটসহ দেশের চার সমুদ্রবন্দর ও ভারত এবং ফ্রান্সের কিছু লোকশন কিছু শুটিং হবে।

এ ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, ওমর সানী, মিশা সওদাগর, অমিত হাসান, নীরব, ইমন, নাদের চৌধুরী, শহীদুল ইসলাম সাচ্চু, ড্যানি সিডাক, খোরশেদ আলম খসরুসহ অনেকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :