চট্টগ্রাম ব্যুরো, এটিভি সংবাদ
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ওমান থেকে আসা একটি ফ্লাইট থেকে ৬৪ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে বিমানবন্দর কাস্টমস ও গোয়েন্দা সংস্থার সদস্যরা আটক করে। এ সময় এক যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
কাস্টমস শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর সূত্র জানায়, ওমান এয়ারের একটি ফ্লাইট শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটে তল্লাশি চালিয়ে একটি আসনের নিচে থেকে ৬৪ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় একজন যাত্রী আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কাস্টমস কর্মকর্তারা।