মাদারীপুর, এটিভি সংবাদ
মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসচাপায় শহিদ সরদার (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৪ মার্চ) সকাল ৮টার দিকে শহিদ সরদার ফরিদপুর থেকে ঢাকায় যাওয়ার পথে শিবচর কুতুবপুরের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনার শিকার হন।
নিহত শহিদ সরদার ফরিদপুরের সালথা উপজেলার জগিকান্দা এলাকার মান্নান সরদারের ছেলে।
শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে মোটরসাইকেল চালিয়ে নিজবাড়ি ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন শহিদ। মাঝপথে মাদারীপুরের শিবচরের কুতুবপুরে আসলে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি ছিটকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সড়কের ডিভাইডারে সজোরে আছড়ে পড়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই শহিদের মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাকিল আহমেদ জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ায় ঘাতক বাস ও চালককে শনাক্ত করা সম্ভব হয়নি।