মাগুড়া, এটিভি সংবাদ :
মাগুরা মহম্মদপুর উপজেলার কানুটিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে মাদরাসা ছাত্রসহ দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে হঠাৎ বজ্রপাতে এ ঘটনা ঘটে।
নিহতরা- মহম্মদপুর উপজেলার কানুটিয়া গ্রামের জামান মির্জার ছেলে তন্ময় মির্জা (২২) ও একই এলাকার চরপাড়া গ্রামের আফরান শেখের ছেলে ওমেদ শেখ (২০)।
জানা যায়, সারাদিন আকাশ পরিষ্কার ছিল। দুপুরের পর হঠাৎ করে আকাশে মেঘ দেখা দেয়। পরে বৃষ্টি শুরু হলে পথচারীদের নিরাপদ আশ্রয়ে যেতে থাকে। হঠাৎ বজ্রপাত হলে রাস্তায় থাকা যুবক মাদরাসাছাত্র তন্ময় নিহত হয়। তন্ময় মির্জা কোরআনের হাফেজ বলেও জানা গেছে।
অন্যদিকে একই এলাকার চরপাড়ার বাসিন্দা ওমেদ শেখ বৃষ্টির মধ্যে মাঠে কাজ করছিল। হঠাৎ বজ্রপাতের আঘাতে মাঠে লুটিয়ে পড়ে সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করতে গিয়ে দেখতে পায় তার মৃত্যু হয়েছে। দুটি পৃথক বজ্রপাতে নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।