আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ //
টানাবৃষ্টির জেরে ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে কলকাতা। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত থেকে ভোর পর্যন্ত টানা বৃষ্টিপাতের কারণে জলমগ্ন কলকাতা ও তার আশপাশের এলাকা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে এই বৃষ্টিপাত। রাত ১২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত গড়ে ২৪৭.৭ মিমি বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও এই বৃষ্টির পরিমাণ আরও বেশি। যার জেরে কোথাও হাঁটু অব্দি জল জমেছে কোথাও বা কোমর পর্যন্ত জল রয়েছে।
এদিকে জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, আমি এমন বৃষ্টি আমার জন্মেও কলকাতায় কখনও দেখিনি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। পুজোর আগে এতগুলো প্রাণ চলে গেল! সত্যি আমি শোকস্তব্ধ হয়ে পড়েছি।
শহর ও শহরতলীর কোথাও হাঁটু সমান জল জমেছে, কোথাওবা তার বেশি। বহু বাড়িতে ইতিমধ্যে জল ঢুকেছে, ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা।
এটিভি/কলকাতায় বৃষ্টি/আন্তর্জাতিক