আইনে অনেক কিছু দেওয়া থাকে তারপরও ব্যাখ্যা লাগলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্পষ্টকরণ ব্যাখ্যা দেয়। বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়। এসব ব্যাখ্যা মাঠপর্যায়ের কর্মকর্তারা শুনতে চায় না। কাস্টম হাউসে এ ধরনের ঘটনাগুলো বেশি ঘটে।
কর্মকর্তাদের উদ্দেশে আবদুর রহমান বলেন, যে কারও সঙ্গে অন্যায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, স্বাস্থ্য বিভাগ থেকে টোব্যাকো ও বেভারেজ নিয়ে চাপ আছে। মূলত ব্যবসা করতে গিয়ে ব্যবসায়ীরা শুল্ককর ও কাস্টমস সংক্রান্ত কী ধরনের সমস্যায় পড়েন, তা শুনতেই এ বৈঠকের আয়োজন করা হয়। বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে এসব অভিযোগ জানালেও ব্যবসায়ীরা এনবিআরের শীর্ষ কর্মকর্তাদের সামনে সরাসরি তাদের অভিযোগগুলো জানিয়েছেন।
এটিভি/বিপি/এনবিআর/এস