নুর আলম শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি //
গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে মুকসুদপুর প্রেসক্লাব। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা জেলা প্রশাসকের হাতে ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) পলাশ কুমার দেবনাথ, প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা জেলা প্রশাসকের উন্নয়নমূলক কর্মকাণ্ড, সুশাসন প্রতিষ্ঠায় তাঁর আন্তরিক প্রচেষ্টা এবং সাংবাদিকবান্ধব মনোভাবের প্রশংসা করেন।

ক্রেস্ট গ্রহণকালে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা প্রশাসনের উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দেন। সমাজ পরিবর্তন ও উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।”
তিনি আরও বলেন, “গোপালগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক সহযোগিতা সবসময় কাম্য।”
অনুষ্ঠান শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এটিভি/গোপালগঞ্জ/নুর আলম/এম