atv sangbad

Blog Post

খেলোয়াড়দের আচরণ নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ ম্যানসিটির বিরুদ্ধে অভিযোগ

ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ 

ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার টটেনহ্যাম ও ম্যানচেস্টার সিটির ম্যাচে রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন আর্লিং হালান্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে সরব ছিলেন তিনি। ফলে হালান্ডের শাস্তির শঙ্কা থাকলেও তা হয়নি।

তবে ম্যাচে খেলোয়াড়দের আচরণ নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে।

বিবৃতি দিয়ে ম্যানসিটির বিরুদ্ধে অভিযোগ আনার বিষয়টি জানায় ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এখনই অবশ্য শাস্তির কথা বলা হয়নি। এফএ-এর সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, হালান্ডের পোস্টটি তাদের সংশ্লিষ্ট কোনো নিয়ম লঙ্ঘন করেনি বলে তাকে শাস্তির আওতায় আনা হয়নি।

অভিযোগের জবাব দেওয়ার জন্য আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় পেয়েছে ম্যানসিটি।

ম্যাচের শেষ দিকে হালান্ড প্রতিপক্ষের চ্যালেঞ্জে পড়ে যান। দ্রুত সামলে নিয়ে সামনে থাকা জ্যাক গ্রিলিশের দিকে বল বাড়ান। গ্রিলিশ যখন প্রতিপক্ষের গোলমুখের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন হালান্ডকে ফাউলের ঘটনায় সিটিকে ফ্রি-কিক দেন রেফারি সাইমন হুপার। রেফারির ওই সিদ্ধান্তে ক্ষুব্ধ সিটির খেলোয়াড়রা রেফারিকে ঘিরে ধরেন। তীব্র প্রতিবাদ করায় হলুদ কার্ড দেখেন হালান্ড। ম্যাচের পর সামাজিক মাধ্যমে আপত্তিকর কথাও লেখেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :