https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ফেসবুক লাইভে মামলার হুঁশিয়ারি দিলেন জেবা - atv sangbad ফেসবুক লাইভে মামলার হুঁশিয়ারি দিলেন জেবা - atv sangbad
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার সদরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার নীরব থাকার সময় শেষ হয়ে গেছে : পানিসম্পদ উপদেষ্টা খাগড়াছড়ি ও রাঙামাটিতে অবরোধ চলছে, সড়ক যোগাযোগ বন্ধ গাজীপুরে শ্রমিকদের ১২ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ক্ষমতায় গেলে বেকারদের ১০ লাখ টাকা ক‌রে ঋণ দে‌বে জামায়াত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে দেশে আসছে চীনা মেডিকেল টিম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেটসেবা বন্ধ করা হয়নি: উপদেষ্টা নাহিদ ভোলার মনপুরায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১ প্রধান উপদেষ্টা নিউইয়র্ক যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৭ সেপ্টেম্বর

ফেসবুক লাইভে মামলার হুঁশিয়ারি দিলেন জেবা

রিপোর্টার নাম / ১৭ Time View
Update : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ১০:০২ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক, এটিভি সংবাদ

প্রতারণা মামলায় নায়িকা জেবা চৌধুরী জয়ার তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ আগস্ট) এই রায় দেওয়া হয়। তবে কয়েকটি গণমাধ্যম এ সংক্রান্ত খবরে জেবা চৌধুরী পরিবর্তে ছোটপর্দার অভিনেত্রী জেবা জান্নাতের ছবি ব্যবহার করেছে। আর তাতে ক্ষুব্ধ হয়েছেন এই অভিনেত্রী।
বুধবার বিকেলে ফেসবুক লাইভে মামলার হুঁশিয়ারি দিয়েছেন অভিনেত্রী জেবা জান্নাত।

সোশ্যাল মিডিয়ার ফেসবুক লাইভে জেবা জান্নাত বলেন, ‘আমি জেবা জান্নাত। এই প্রথম আমি লাইভে এসেছি। আমি আমার আইডি থেকে এর আগে কখনো লাইভে আসি নাই।

আপনারা অনেকেই জানেন আজ সকালে আমাকে নিয়ে একটি নিউজ হয়েছে। সেখানে বলা হয়েছে যে, জেবা চৌধুরীর তিন বছরের কারাদণ্ড এবং প্রতারণা করে টাকা আত্মসাৎ করেছেন। এই নিউজটি প্রথমে দেখে আমি নিজেই অবাক হই যে, নিউজে উল্লেখিত নারী আমি নই। এটার একজন মডেল ছিল, যার নাম জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীন।
আসলে ওনাকে নিয়ে মূলত নিউজটি হয়েছে কিন্তু এখানে আমার ছবি ব্যবহার করা হয়েছে। আর এটা অবশ্যই একটি ক্রাইম। আমি যেখানে অপরাধী নয়, সেখানে আমার ছবি ব্যবহার করা হয়েছে। অনেক ভেরিফায়েড নিউজ চ্যানেলগুলোতে নিউজটা করা হয়েছে।’  এই অভিনেত্রী বলেন, ‘আপনারা তো ভেরিফায়েড নিউজ চ্যানেল।
তাই আপনাদের একটি খ্যাতি ও সুনাম রয়েছে। তাই আপনাদের একটি নিউজ করার পূর্বে বিষয়টি সম্পর্কে জেনে নেওয়া উচিত ছিল। নিউজটার সত্যতা কতটুকু? কোন ছবি ব্যবহার করতে হবে। এই জেবা চৌধুরীটা কে?’ 

তিনি বলেন, ‘কিছুদিন আগের একটি ঘটনা নিয়ে আমার মতো একটি নাম উঠে এসেছে। সেটা সত্য ছিল। কিন্তু পরে আবার আমার ছবি ব্যবহার করে এই নিউজগুলো কেন করা হলো?এটা আসলে ভূয়া নিউজ ছিল। আর আমার একটি মাত্র ফেসবুক আইডি। আর আমার কোনো পেজ নেই। এরপরেও আমি লক্ষ্য করলাম, কিছু কিছু ভূয়া আইডি থেকে আমার নাম ব্যবহার করে গরিবদের সাহায্যের কথা বলে টাকা সংগ্রহ করে। এটা নিয়ে যেন ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। এজন্য এখনই সেটা পরিষ্কার জানিয়ে রাখলাম। আমি কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নেই। গরিবদের সাহায্য করলে আমি নিজে থেকেই যতটুকু সম্ভব ততটুকু করি। আমি কারও নিকট থেকে টাকা নিয়ে সাহায্য করি না।’

সাইবার ক্রাইমে মামলার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আমি সাইবার ক্রাইমে অবশ্যই মামলা করব। কিন্তু যে চ্যানেল থেকে এই নিউজটা করা হয়েছে। ওইখান থেকে আমাকে ফোন করে বলা হয়েছে যে, এটা মিসটেক ছিল, তারা ভুল করে এই নিউজটা করে ফেলেছে। তারা সেটা করেকশন করে নিবে। তারা যদি কারেকশন করে, তাহলে তো সব ঠিক আছে। এই নিউজগুলোর কারণে আমার এতা কথা শুনতে হচ্ছে, আমি তো এগুলো শুনতে পারব না। আমি যেটা করি নাই, কেন সেটা শুনব? আমার বন্ধু-বান্ধব যারা রয়েছে, তারা অবশ্যই আমাকে ভালোভাবে চিনে যে, আমি কেমন মেয়ে। এটা বলার জন্য আমি লাইভে এসেছি।’

আগের ঘটনাকে উল্লেখ করে জেবা বলেন, ‘এর আগের একটি ঘটনা ছিল, সেটা অলরেডি সমাধান হয়ে গেছে। তাই আমি আর ব্যান-এর আওতায় নেই। আমি এখন কাজ করছি এবং বর্তমানের এই টপিকটার সঙ্গে আমি কোনোভাবে জড়িত নই। সংবাদমাধ্যগুলো ভুল করে আমার ছবি ব্যবহার করেছে। আমার নিক নাম হচ্ছে জেবা জান্নাত। আমার সম্পূর্ণ নাম জান্নাতি ফেরদৌসি। আমার আর অন্য কোনো নাম নেই। তাই কেউ বিব্রত হবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন। সবসময় পাশে থাকবেন।’

জানা গেছে, প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীন নামের এক নারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ