আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ :
যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিস শহরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা এবং সন্দেহভাজন একজন হামলাকারী রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ মে) মিনিয়াপোলিসে বন্দুক হামলার ঘটনা ঘটে।
এতে এক পুলিশ কর্মকর্তা এবং সন্দেহভাজন এক হামলাকারীসহ ৩ জন নিহত হন। এছাড়া আহত হন আরও ছয়জন। এর মধ্যে একজন পুলিশ কর্মকর্তা ও দমকল বাহিনীর একজন সদস্য রয়েছে।
মিনেসোটা রাজ্যের সবচেয়ে জনবহুল শহর ও রাজধানী মিনিয়াপোলিস। বন্দুক হামলা পর শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ পরিস্থিতিতে পুলিশ জনসাধারণদের শহরের দক্ষিণে হুইটিয়ার আশেপাশের এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।
বন্দুক হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। প্রাথমিকভাবে সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
মিনিয়াপোলিস টেলিভিশন স্টেশন কেএমএসপি জানায়, একজন পুলিশ কর্মকর্তা ও চারজন বেসামরিক গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে এক পুলিশ ও অন্য দুইজন নিহত হয়েছেন।