atv sangbad

Blog Post

atv sangbad > আইন-আদালত > অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় কুড়িগ্রামে বিএনপি’র ৬ নেতাকর্মী কারাগারে

অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় কুড়িগ্রামে বিএনপি’র ৬ নেতাকর্মী কারাগারে

কুড়িগ্রাম প্রতিনিধি, এটিভি সংবাদ 

অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় কুড়িগ্রামে বিএনপি ও যুবদলের ৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন জেলা জজ আদালত। রোববার দুপুরে বিএনপির ৭ নেতাকর্মী জেলা দায়রা ও জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক অসুস্থতাজনিত কারণে একজনের জামিন মঞ্জুর করে বাকি ৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তারা হলেন- সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা যুবদলের সভাপতি মো. রায়হান আহমেদ, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্ল­ব, সদস্য ফরহাদ হোসেন ও জামিল আহমেদ।

এ ছাড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল হোসাইন কায়কোবাদকে জামিন দেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ আলী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,পুলিশের করা নাশকতার মামলায় ৭ জন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত একজনকে জামিন দিয়ে বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো আসামিদের পক্ষে সোমবার পুনরায় তারা জামিনের আবেদন করবেন বলে জানান তিনি।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক আশরাফুল হক রুবেল জানান, গত বছরের নভেম্বরে কুড়িগ্রাম সদর থানায় বিএনপির ১৬ জন নেতকর্মীর বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাঙচুরের অভিযোগে মামলা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :