atv sangbad

Blog Post

আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ডলার অনুমোদন পেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ১০ লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠকে এ অর্থ ছাড় হয়।

বুধবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংস্থাটির নির্বাহী পর্ষদের বৈঠকে এ ঋণ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

ঋণের শর্ত হিসেবে ২০২৫ সালের মধ্যে আর্থিক খাতের সংস্কারসহ নানা খাতে ১৯টি শর্ত বেঁধে দেয় আইএমএফ। যার আওতায় ছয়টি শর্ত বাস্তবায়ন করার কথা গেল জুনে। তথ্য বলছে, ৪টি শর্ত পূরণ করতে পেরেছে বাংলাদেশ। তবে রিজার্ভ আর রাজস্ব খাতে সফলতা দেখানো যায়নি। নির্বাচনের পর এ বিষয়ে জোরাল উদ্যোগ নেওয়া হবে।

এর আগে, গত ৩০ জানুয়ারি আইএমএফ বোর্ড চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ অনুমোদন দেয়। আর গত ২ ফেব্রুয়ারি প্রথম কিস্তিতে বাংলাদেশ পেয়েছে ৪৪ কোটি ৭৮ লাখ ডলার। পাঁচ দফায় পাওয়া যাবে বাকি অর্থ। গত অক্টোবরে আইএমএফের প্রতিনিধি দল বাংলাদেশে এসে ঋণ কর্মসূচি পর্যালোচনা করে। সে সময় আইএমএফ বোর্ডের কাছে ঋণের দ্বিতীয় কিস্তির প্রস্তাব উপস্থাপন করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :