atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > আখাউড়া ইমিগ্রেশন দিয়ে বিশেষ অনুমতিতে দেশে ফিরছেন যাত্রীরা

আখাউড়া ইমিগ্রেশন দিয়ে বিশেষ অনুমতিতে দেশে ফিরছেন যাত্রীরা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, এটিভি সংবাদ 

দুই দেশের সীমান্ত বন্ধের ফলে বাংলাদেশ ও ভারতে আটকে পড়াদের অনেকে বুধবার সকাল থেকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ভারতীয় হাইকমিশনের তালিকা মোতাবেক ভারত যাচ্ছেন। আগরতলা থেকেও বাংলাদেশ সহকারী হাইকমিশনের নো-অবজেকশন সার্টিফিকেট বা অনাপত্তিপত্র (এনওসি) ছাড়পত্র নিয়ে দেশে ফিরছেন বাংলাদেশিরা।

অপরদিকে ভারতে প্রশিক্ষণ শেষে বাংলাদেশ সেনাবাহিনীর ৪ জন কর্মকর্তাসহ (মেজর) তাদের পরিবারের ১৩ জন সদস্য ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের বিশেষ ব্যবস্থাপনায় অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে বাংলাদেশে আগমন করেন।

তাদের ঢাকা সিএমএইচ হাসপাতালে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং অন্য দুজনকে ঢাকায় একটি হাসপাতালে ও একজনকে আখাউড়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে সড়ক বাজারের রজনীগন্ধা হোটেলে পাঠানো হয়েছে বলে ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্বরত স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ডা. বুশরা শিকদার জানিয়েছেন।

এদিকে সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে বলে আখাউড়া স্থলবন্দর কাস্টমস সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আলী নিশ্চিত করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :