atv sangbad

Blog Post

atv sangbad > আন্তর্জাতিক > আফগান সীমান্তে ৩ পাকিস্তানি সেনা নিহত

আফগান সীমান্তে ৩ পাকিস্তানি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ

আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলে পাকিস্তানের সেনা চেকপোস্টে সন্ত্রাসী হামলায় তিনজন নিহত হয়েছেন।

সোমবার সকালে এ হামলায় আহত হয়েছেন আরও একজন। হতাহত সবাই পাকিস্তান সেনাসদস্য। আহত সেনাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর রয়টার্সের।

পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে— শুরুতে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। হামলার সময় তারা ভারি অস্ত্রের ব্যবহার করে। পরে সেনাদের হামলায় এক সন্ত্রাসী আহত হয়।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ঘোষণার পর থেকে দেশটিতে বেড়েছে তালেবান হামলা। একই সঙ্গে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের অঞ্চলগুলোতেও হামলার মাত্রা বাড়িয়েছে তালেবান।

উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলটি পাকিস্তানের সংখ্যালঘু জাতি অধ্যুষিত। যেখানে প্রায়ই সেনাদের ওপর হামলা চালায় পাকিস্তানি তালেবান।

গত ২৪ জুন পাকিস্তানে বেলুচিস্তানে টহলরত সেনাদের ওপর সন্ত্রাসী হামলায় পাঁচজন নিহত হয়েছিল। নিহতরা সবাই সেনাবাহিনীর সদস্য। এ সময় আরও কয়েকজন সেনাসদস্য আহত হন।

পাকিস্তান মুসলিম লীগ ও বিরোধীদলীয় নেতা শেহবাজ শরিফও এ হামলায় নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, বেলুচিস্তানে প্রায়ই এ ধরনের হামলা চালানো হয়ে থাকে। ওই রাজ্যে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার তাগিদ দেন তিনি।

এ ছাড়া গত ২০ জুন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান ও সেনাবাহিনীর মধ্যকার সংঘর্ষে তিনজন নিহত হন। নিহতদের মধ্যে একজন সেনাসদস্য এবং বাকি দুজন তেহরিক-ই-তালেবানের সদস্য।

এর আগে গত ১৭ জুন বেলুচিস্তানের তুরবত বিমানবন্দরের পাশে সন্ত্রাসীদের হামলায় নায়েক আকিল আব্বাস নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন।

গত ১৪ জুন বেলুচিস্তানে একই ধরনের হামলায় নিহত হয়েছেন পাকিস্তানের চার সেনাসদস্য। এ ছাড়া গত ৩ জুন রাজধানী ইসলামাবাদে সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :