atv sangbad

Blog Post

atv sangbad > জাতীয় > খাদ্য মজুত ও জাল মুদ্রার বিরুদ্ধে অভিযান জোরদার করতে হবে : প্রধানমন্ত্রী

খাদ্য মজুত ও জাল মুদ্রার বিরুদ্ধে অভিযান জোরদার করতে হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসন্ন রমজান মাস ও ঈদকে সামনে রেখে খাদ্য মজুত ও জাল মুদ্রার বিরুদ্ধে অভিযান জোরদার করতে হবে। যথাযথ ব্যবস্থা নিতে হবে।  বুধবার (৬ মার্চ) রাজধানীর কুর্মিটোলায় র‍‍্যাব সদর দপ্তরে সংস্থাটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সামনে রমজান মাস। এই মাসে এটা খুব দুর্ভাগ্যের বিষয়! কারণ, রমজানকে বলা হয় সংযমের মাস। কিন্তু আমরা দেখি, এই সময় আমাদের কিছু অসাধু ব্যবসায়ী রয়েছেন, তারা যেন সংযমের পরিবর্তে আরও লোভী হয়ে পড়েন।

তিনি আরও বলেন, যে নিত্যপণ্যগুলো আমাদের বেশি প্রয়োজন, সেইগুলো মজুতদারি, দাম বৃদ্ধিসহ নানা কারসাজি করে থাকেন। এই সব অসাধু ব্যবসায়ী এবং পাশাপাশি যারা চোরাকারবারি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

সরকারপ্রধান বলেন, ঈদ সামনে এলেই জাল মুদ্রার সরবরাহ বেড়ে যায়। সে সব বিষয়েও নজরদারি আরো বাড়াতে হবে। যদিও এসব বিষয়ে অভিযান চলছে, তারপরও সেই অভিযান আপনারা অব্যাহত রাখবেন। সেটাই আমাদের কাম্য।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :