atv sangbad

Blog Post

atv sangbad > প্রচ্ছদ > চট্টগ্রাম বন্দরে মজুতকৃত বিপজ্জনক বিস্ফোরক সরিয়ে ফেলার তাগিদ

চট্টগ্রাম বন্দরে মজুতকৃত বিপজ্জনক বিস্ফোরক সরিয়ে ফেলার তাগিদ

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বন্দরে মজুত বিপজ্জনক বিস্ফোরক ও ঝুঁকিপূর্ণ দ্রব্যাদি দ্রুত সরিয়ে নেয়ার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। লেবাননের রাজধানী বৈরুতে কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণের প্রেক্ষিতে এ সুপারিশ করে কমিটি। এছাড়া এ সংক্রান্ত বিদ্যমান নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন ও সংযোজন করে আইনটি যুগোপযোগী করার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটি করে বিষয়টি দ্রুত নিষ্পত্তির সুপারিশ করা হয়। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, ‘বৈরুতের বন্দর এলাকায় একটি বিস্ফোরকের ডিপোতে আগুন লাগার পর ওই বিস্ফোরণ ঘটে। ভয়াবহ ওই বিস্ফোরণে অনেক লোক মারা যায়। চট্টগ্রাম বন্দরে বা এর আশপাশ এলাকায় এমন কোনো বিস্ফোরকদ্রব্য থাকলে তা দ্রুত সরিয়ে ফেলার সুপারিশ করা হয়।
বৈঠকের শুরুতে সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, বীরউত্তমের মত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।
বৈঠকে সভাপতি ছাড়াও কমিটির সদস্য নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং মো. আছলাম হোসেন সওদাগর অংশ নেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :