atv sangbad

Blog Post

atv sangbad > জাতীয় > জাতীয় সংসদের ৯ম অধিবেশন বসছে ৬ সেপ্টেম্বর

জাতীয় সংসদের ৯ম অধিবেশন বসছে ৬ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদের ৯ম অধিবেশন। এদিন বেলা ১১টায় এ অধিবেশন শুরু হবে। বুধবার (১৯ আগষ্ট) জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৬ সেপ্টেম্বর বেলা ১১টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে একাদশ জাতীয় সংসদের ৯ম (২০২০ সালের ৪র্থ) অধিবেশন আহ্বান করেছেন। তিনি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন। ওইদিন ১১টায় এ অধিবেশন শুরু হবে।

জানা গেছে, এবারের অধিবেশনের মেয়াদও সংক্ষিপ্ত হবে। করোনা বিবেচনায় এটি মাত্র পাঁচ কার্যদিবস চলতে পারে। সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে এবারো করোনাকালেই অধিবেশন বসছে। আগের অধিবেশনগুলোর মতো এবারো কঠোর স্বাস্থ্যবিধি মানা হবে।

এর আগে সর্বশেষ ৯ জুলাই চলতি অর্থবছরের অষ্টম অধিবেশন শেষ হয়েছিল। বাজেটের ওই অধিবেশনের মেয়াদ ছিল ৯ কার্যদিবস। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই সপ্তম ও অষ্টম অধিবেশন শেষ হয়। এবারের অধিবেশনেও সামাজিক দূরত্ব বজায় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি মাথায় রেখেই আয়োজন চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :