atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল, নির্বাচনে টিকলেন মা

জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল, নির্বাচনে টিকলেন মা

ওবায়দুল কবির (গাজীপুর), এটিভি সংবাদ 

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আলোচিত মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (৩০ এপ্রিল) জেলা শহরের রথখোলা এলাকায় বঙ্গতাজ মিলনায়তনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার মনোনয়ন বাতিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

এদিকে জাহাঙ্গীরের মায়ের মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। তিনি জানান, ঋণখেলাপির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

এ সময় জাহাঙ্গীর আলম তার প্রতিক্রিয়ায় নির্বাচনী কর্তকর্তাকে উদ্দেশ্য করে বলেন, ‘বাছাই চলাকালে যে ব্যাংকের ঋণখেলাপির কথা বলা হচ্ছে, তার সব ঋণ আমার শোধ করা আছে। ওই ব্যাংকের প্রতিনিধিও জানিয়েছেন, আমার ঋণ হালনাগাদ করা আছে। হয়তো কেন্দ্রীয় ব্যাংকে সর্বশেষ তথ্য পৌঁছায়নি।’

মনোনয়নপত্র বাতিল হওয়ায় জাহাঙ্গীর আলম বিস্ময় প্রকাশ করে জানান, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :