atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > সুনসান ঢাকা বোট ক্লাবে ছিল না কারও আনাগোনা

সুনসান ঢাকা বোট ক্লাবে ছিল না কারও আনাগোনা

বিশেষ প্রতিনিধি, এটিভি সংবাদ

আবদুল্লাহপুর-সাভার সড়কের আশুলিয়া মোড় থেকে বেড়িবাঁধ সড়ক ধরে বিরুলিয়ার দিকে এগোলে হাতের ডানে ‘ঢাকা বোট ক্লাব’–এর অবস্থান। তিন পাশে পানিঘেরা বিস্তৃত মাঠে অবস্থিত ক্লাবটি এমনিতেই দিনের বেলা সুনসান থাকে। তবে আজ সকাল থেকে ক্লাব এলাকা ‘নীরবতা’ ছিল আরও বেশি। মূল ফটকে নিরাপত্তাকর্মীদের তৎপরতা ছাড়া আর কোনো কিছুই চোখে পড়ে না। নেই বিলাসবহুল গাড়ির সারি বা কোনো অনুষ্ঠান উপলক্ষে কারও আনাগোনা।

এত সুনসান কেন, এমন প্রশ্ন করতেই মূল ফটকের নিরাপত্তাকর্মীদের উত্তর, ‘তাঁরা কিছুই জানেন না’। সোমবার কাজে এসেই দেখতে পান ক্লাব বন্ধের নোটিশ। এরপর থেকেই নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন তাঁরা। কোনো অতিথিকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বা অনুষ্ঠানও করা যাবে না। এর মধ্যে মো. হৃদয় নামের একজন বলেন, ‘আমি ছুটিতে ছিলাম। ছুটি শেষে আজ কাজে যোগ দিয়েই শুনি, ক্লাব বন্ধ। এরপর থেকেই আমরা নির্দেশনা বাস্তবায়ন করছি।’

স্থানীয় লোকজন জানান, ক্লাবটি চালু হয়েছে এ বছরের ফেব্রুয়ারিতে। প্রতিদিন দুপুরের পর শুরু হয় ক্লাব সদস্য ও তাঁদের অতিথিদের আনাগোনা। এখানে একটি বারও আছে। কখনো রাত ১২টা, কখনোবা রাত ১টা, দেড়টা পর্যন্ত খোলা থাকে ক্লাব। এর মধ্যে শুক্রবার বা বিশেষ কোনো বন্ধের দিন অতিথিরা বেশি আসেন। সোমবার সন্ধ্যায় ক্লাবটির সামনে গেলে কয়েকজন নিরাপত্তাকর্মী আটকে দেন।

এরপর ওয়াকিটকিতে যোগাযোগ করলে সেখানে আসেন নিরাত্তাকর্মীদের ইনচার্জ মো. সেলিম। তিনি বলেন, ক্লাবের সদস্য ছাড়া ভেতরে ঢোকা নিষেধ। সেলিম জানান, ‘এখন ক্লাবে কেউ নেই। যা বলার দুপুরে স্যাররা আইসা বলে গেছেন।’

বোট ক্লাবটি পড়েছে ঢাকার সাভার থানায়। কিন্তু মূল ফটকেই দেখা গেল মিরপুরের রূপনগর থানার পুলিশ সদস্যদের। জানতে চাইলে কর্তব্যরত এএসআই কামরুজ্জামান বলেন, ‘একটু সামনেই রূপনগর থানা এলাকা। থানা থেকেই আমাদের এখানে পাঠানো হয়েছে।’

অভিযুক্ত দু’জনকেসহ ক্লাবের তিন সদস্যের প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :