atv sangbad

Blog Post

atv sangbad > জাতীয় > প্রধানমন্ত্রী আরো ৩১ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করবেন আজ

প্রধানমন্ত্রী আরো ৩১ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করবেন আজ

নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো ৩১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিতকরণে আজ দুইটি পাওয়ার প্ল্যান্ট, ১১টি গ্রিড সাব-স্টেশন, ৬টি নতুন সঞ্চালন লাইন উদ্বোধন করবেন।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) জনসংযোগ পরিচালক সাইফুল হাসান চৌধুরী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিতকরণে আজ বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ২টি পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ১১টি গ্রিড সাব-স্টেশন এবং ৬টি সঞ্চালন লাইনও উদ্বোধন করবেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র গণসংযোগ কর্মকর্তা মির আসলাম উদ্দিন জানান, প্রধানমন্ত্রী এর আগে ২৫৭টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেছেন। এই ৩১টি উপজেলা উদ্বোধনের পর মোট ২৮৮টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে। এর ফলে দেশের ৯৭ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা ভোগ করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :